দক্ষিণ আইচার ঢালচর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শামছুদ্দিন খোকন, চরফ্যাসন প্রতিনিধি।।
ভোলা জেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নে ৫ নম্বর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সকাল ১১ টায় ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্র আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জলদস্যু, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং সভায় ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সাধন চন্দ্র বসাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম. পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন, ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কালাম ব্যাপারী, যুগ্ন-আহ্বায়ক ও চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ও ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর