
সোনাগাজী প্রতিনিধি::
ফেনী’র সোনাগাজী উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিনব্যাপী ভ্রাম্যমাণ রাজস্ব প্রশিক্ষণ কোর্স জেলা সমবায় অফিসের বাস্তবায়নে উপজেলার ২৫ জন সমবায় সদস্যদের নিয়ে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী শফিউল ইসলাম, ফেনী জেলা সমবায় কর্মকর্তা ও সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা হারুনুর রসিদ, জেলা সমবায় প্রশিক্ষন কর্মকর্তা ইকবাল হোসেন, সোনাগাজী উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সে ফসলের মাঝে কীটনাশক ব্যবহার, তার উপকারিতা-ক্ষতিকর দিক ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে নারী পুরুষের ভূমিকা এবং টেকসই উন্নয়নে সমবায় সদস্যদের এগিয়ে আসার আহবান জানান।