
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৪জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের আয়েজনে পালিত হয় নানা কর্মসূচি।
দিবসের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর এমরান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, সাধারণ সম্পাদক এড.রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন প্রমূখ।
সভায় সকল ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতা কর্মি উপস্থিত ছিলেন।