
সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে নির্মমভাবে নিহত হয়েছেন এক মা, নিহতের নাম আমেনা বেগম (৫৩) । সে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের (৭নং ওয়ার্ড) কলাবাগান এলাকার মৃত সাহাবুদ্দিনের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাসেল আলম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মায়ের কাছ থেকে টাকা চাওয়ায়র সূত্র ধরে রবিবার দুপুরে বাকবিতন্ডার এক পর্যায়ে বটি দা দিয়ে মায়ের ঘাড়ের দুই পাশ ও হাতে কোপ দেয় পাষন্ড ছেলে রাসেল। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এই হত্যাকান্ডের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় ছেলে এরশাদ (৩২) জানান, আমার বাবা বেঁচে নেই, এখন মাকে হারিয়ে কেমনে বেঁচে থাকবো? আমার ভাই রাসেল মানসিক সমস্যায় পতিত হলে তাকে চিকিৎসা করিয়েছিলাম, এখন সে কিছুটা সুস্থ, এই ঘটনায় আমাদের পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেলো।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন জানান, ঘাতক রাসেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো, তার এমন ঘটনায় আমরা শোকাহত।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং এ ঘটনায় একমাত্র অভিযুক্ত নিহতের ছেলে রাসেল আলমকে গ্রেফতার করা হয়েছে।