
সন্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
সৈয়দপুর। নীলফামারীর সৈয়দপুরে জটিল রোগের চিকিৎসা সহায়তায় ২৯ জন রোগীর মাঝে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ওই আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কক্ষে ওই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহাম্মদ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন জটিল রোগী ও রোগীর পরিবারের সদস্যদের হাতে ওই চেক তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৯ জন জটিল রোগীর চিকিৎসা সহায়তায় সর্বমোট ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ক্যান্সার রোগী ১৯ জন, কিডনি রোগী ১জন, লিভার সিরোসিস রোগী ২জন, জন্মগত হৃদরোগ ২জন এবং স্টোকে প্যারালাইজড রোগী ৫ জন।
উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ জানান, সমাজ সেবা অধিদফতরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার একটি করে চেক বিতরণ করা হয়েছে।