
সন্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
নওশাদ আনসারী, সৈয়দপুর। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের স্কিল ডেপেলপমেন্ট প্রজেক্টের আওতায় নীলফামারীর সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চারটি ট্রেডের প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া শাইল্যার মোড় এলাকার সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসে ওই ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা তথ্য সেবা অফিসার সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়স পরিষদ সদস্য মো. আনিছুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লাভলী ইয়াসমিন।
সমাজসেবক মো. মহিউদ্দিন আহমেদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মো. রিপন মিয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আব্দুল করিম, অবাঙ্গালী ক্যাম্প কমিটির নেতা মোহাম্মদ আলী প্রমূখ।
এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন/ফ্রন্টডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রোগ্রামের অর্থায়নে সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিস কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন, টেইলরিং অ্যান্ড ড্রেসমেকিং,ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহনকারী ১৬৬ জন প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন ট্রেডের ৬৬ জন, কম্পিউটার অপারেশন ট্রেডের ৪০ জন, টেইলরিং অ্যান্ড ড্রেসমেকিং ট্রেডের ৪০ জন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্রান্স ট্রেডের ২০ জন।