সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

সন্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাশেম আলী (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ রবিবার সকাল ৮ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান বধ্যভূমি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার অবাঙ্গালী নতুন ক্যাম্পের কাশেম আলীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাশেম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ। তার স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেললাইনের দিকে হাটতে যান হাশেম আলী। উল্লেখিত সময় গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর