
সাইফুল শাওন:
সাভারে বাড্ডা যুব সংঘের আয়োজনে ডিআইজি হাবিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাড্ডা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজী আতাউর রহমানের সভাপতিত্বে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রমজান আহমেদ এর সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল গনি,মেয়র সাভার পৌরসভা ও সভাপতি পৌর আওয়ামী লীগ।এ সময় প্রধান অতিথি বলেন,আজ ১৬ই জানুয়ারি গত বছর এই দিনে আপনারা আমাকে মেয়র হিসেবে এবং রমজান আহমেদ কে ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন।আমরা আপনাদের কাছে চিরঋনী,আপনাদের এইঋণ কখনই শোধ করার নয়।এখন আমরা আপনাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবো এটা আমরা প্রতিজ্ঞা করছি।আজ ডিআইজি হাবিবুর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে রাখায় ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ কে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।বাংলাদেশে মাদক একটি বড় ব্যাধি,এর থেকে পরিত্রান পাওয়ার একটি মাত্র উপায় হচ্ছে খেলাধুলা।কিশোর-যুবকদের মাদক থেকে দুরে রাখতে সবসময় এই রকম আয়োজন করতে হবে।তবেই যুব সমাজ মাদক থেকে পরিত্রান পাবে।পরে সাভার পৌরসভা নির্বাচনের ১বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।তারপর অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও তৈরি খাবার বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,নজরুল ইসলাম মানিক মোল্লা,প্যানেল মেয়র সাভার পৌরসভা, কাজী মাইনুল ইসলাম, অফিসার ইনচার্জ সাভার মডেল থানা,মজিবর রহমান,সাধারন সম্পাদক ৯নং ওয়ার্ড সাভার পৌরসভা, সিএনআই নিউজের সম্পাদক তোফায়েল হোসেন(তোফা সানি), ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য জসিম উদ্দিন প্রমূখসহ অনেকেই।