
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় শেরপুর শহরের মাধবপুর জেলা শিল্পকলা একাডেমিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত বিজয়ী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফৌরদোস, জেলা নির্বাচন অফিসার মোঃ শানিয়াজ্জামান তালুকদার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গণ।
উল্লেখ্য, শপথ গ্রহণ করেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত ১৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৪২ জন।