
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি:
পঞ্চম ধাপে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার ১ টি ইউপিতে সুষ্ঠভাবে ভোট গ্রহণ শেষে হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত ৩ জন ও স্বতন্ত্র ৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
৫ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ইউপির মোট ১লক্ষ ৫৭হাজার ১শ ৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউপিতে ৪জন চেয়ারম্যান প্রার্থী, ৩৬জন সাধারণ সদস্য প্রার্থী ও ১১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, ঝিনাইগাতীর ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৪২জন, সাধারণ সদস্য পদে ২৬৩জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝিনাইগাতীর ৭ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা-
১/ ঝিনাইগাতী সদর ইউনিয়নে শাহাদাৎ হোসেন (নৌকা),
২/ মালিঝিকান্দা ইউনিয়নে মোজাম্মেল হক (নৌকা),
৩/ ধানশাইল ইউনিয়নে শফিকুল ইসলাম (মোটরসাইকেল),
৪/ হাতিবান্ধা ইউনিয়নে জাহাঙ্গীর আলম (চশমা),
৫/ কাংশা ইউনিয়নে আতাউর রহমান (চশমা),
৬/ গৌরীপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম পলাশ (চশমা),
৭/ নলকুড়া ইউনিয়নে রুকুনুজ্জামান জামান (মোটরসাইকেল)
এদিকে, শ্রীবরদীর কেকেরচর ইউপিতে দুলাল মিয়া (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।