
মিজানুর রহমান মিলন, শেরপুরঃ
আগামী ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ ৩য় পর্যায়ে অনুষ্ঠিতব্য শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ উপলক্ষে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকল প্রিজাইডিং অফিসারদের সাথে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নিরাপত্তা সংক্রান্ত বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর উপ-পরিচালক স্হানীয় সরকার এ.টি.এম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ।