
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পুণর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার দিনব্যাপী তিনানী বাজার প্রকৌশলী আব্দুল হামিদ সাহেব এর বাগান বাড়ীতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডাঃ মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রহুল আমিন, নূরে আলম, আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আহম্মেদ শাহরিয়ার হাসান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রেবেতা সুলতানা বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক তাওহিদুর নাহার রানা, অর্থ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর রশিদ মিন্টু, কার্যকরী সদস্য শিরিন ও আব্দুল মালেক বাবলুসহ অন্যান্য সম্মানীত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের অন্যতম সদস্য আমেরিকার ইউনিভার্সিটি অফ আই,ও,ডব্লিও,এও অধ্যাপক আব্দুল্লাহেল আমিন ও ইউকে প্রবাসী সাখাওয়াত হোসেন শামীম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ওমান প্রবাসী ফরিদা ইয়াসমিন শেফালী, অনলাইনে উপস্থিত থেকে অনুষ্ঠান প্রাণবন্ত করেন। অনুষ্ঠানে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বাবু মদন মোহন চক্রবর্তী ও আলহাজ্ব আব্দুস সালাম বিএসসি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগঘণ পরিবেশে প্রত্যেকেই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন এবং সংগঠনের প্রত্যেক সদস্যের মধ্যে কোসল বিনিময় হয়। একে অপরের সুখ দুঃখের সাথী হিসেবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উল্লেখ্য যে, উক্ত সংগঠনের এক বন্ধু গৃহহীন থাকায় অপর বন্ধুরা মিলে পাকা গৃহের ব্যবস্থা করেন এবং এক বন্ধু তাকে বন্ধুত্যের নিদর্শন স্বরূপ গাভী দান করেন