রাজশাহীতে বড়দিন উদযাপন করছে খ্রিষ্ট ধর্মানুসারীরা

রাজশাহী প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে রাজশাহীতে বড়দিন উদযাপন করছে খ্রিষ্ট ধর্মানুসারীরা।
আজ শনিবার সকাল থেকে রাজশাহীর ২১টি ধর্মপল্লীর গির্জায় গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হয়।
গত দুই বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কিছুটা বেশি ছিলো।
দিনটি উপলক্ষে খ্রিষ্টান পরিবারগুলোতে কেকসহ রয়েছে বিশেষ খাবারের আয়োজন। কীর্তনের পাশাপাশি স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছে ধর্মীয় গানের আসর। প্রার্থনায় করোনা রোগমুক্তির পাশাপাশি বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর