রাজশাহীতে ‘পুলিশ ব্লাড ব্যাংক’ উদ্বোধন’

রাজশাহী প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে নগর পুলিশ রাজশাহীতে গরীব অসহায় মানুষের জন্য বিনামূল্যে ‘পুলিশ ব্লাড ব্যাংক’ উদ্বোধন করেছে।
আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে রক্তদানের মাধ্যমে এ কার্য্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়,রাজশাহীতে প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ সদস্য রয়েছে,যাদের প্রায়ই রক্তের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়। এমন সম্যসার সমাধানে ব্লাড ব্যাংক গঠন করা হচ্ছে।
এছাড়াও জানানো হয়,ব্লাড ব্যাংক এর একটি নির্দিষ্ট ফোন নম্বর থাকবে। সাধারণ মানুষ যোগাযোগ করলে তাদেরও রক্ত সরবরাহ করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর