
কামরুল ইসলাম,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিনগর গ্রামের লিলি বেগম (২৭) নামে ৩ সন্তানের এক জননীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে ঘাতক স্বামী রুবেল সরদার।
পরে স্থানীয় লোকজন ঘাতক স্বামী রুবেল সরদারকে বেঁধে রেখে পাংশা থানা পুলিশকে খবর দেয়, পরে থানা পুলিশ ঘঠনাস্থলে গিয়ে রুবেল কে গ্রেফতার করে নিয়ে আসে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘাতক রুবেল একই এলাকার অকুল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন সকালবেলা রুবেল সরদার তার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে এলাকায় ঘুরিয়ে এনে সকাল সাতটার দিকে তাকে ঘরে বন্দি করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে । নিহত লিলি বেগম উপজেলার কলিমহর ইউনিয়নের শাজুরিয়া গ্রামের এলেম শেখের মেয়ে। ঘটনার বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী বলেন সংসারে অশান্তির কারণেই এমন ঘটনা ঘটিয়েছে।