
মোঃ সাগর হোসেন, রাজবাড়ী (বালিয়াকান্দি) প্রতিনিধি:
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭১৯ জন।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন। সোমবার (২৪ জানুয়ারি ২০২২) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২১ জন, পাংশায় ০৭ জন, বালিয়াকান্দি ০৩ জন, এবং গোয়ালন্দ উপজেলায় ০৯ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, আমরা ধরে নিয়েছি যারা ঠান্ডা, জ্বর ও কাশি রয়েছে তারা সবাই করোনায় আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিরা যেন আলাদা থেকে পরিবারকে নিরাপদ রাখেন। তবে আশার কথা হচ্ছে আক্রান্তদের মধ্যে চরম খারাপ অথবা হাসপাতালে ভর্তির মতো কোন অবস্থা সম্পন্ন রোগী পাওয়া যায়নি।