
গোলাম আজম, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরে পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি ও পীরগঞ্জ উপজেলার এমপি মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদ উন নবী পলাশ’ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহিনুজ্জামান শাহীন, সাংগাঠনিক সম্পাদক ও পীরগঞ্জ পৌর কাউন্সিলর সাইফুল আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা এই দল করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছি।তারপরও আমরা মাঠ ছেড়ে বসে নেই।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্হ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।সে দিকে হাসিনা ওয়াজেদের কোন লক্ষ্য নেই,ওনারা ম্যাডামের চিকিৎসা নিয়ে কেন টাল বাহনা করছে তা দেশ বাসী জানতে চায়। তিনি আরোও বলেন, আমরা পীরগঞ্জ বাসী দেখিয়ে দিতে চাই যখন আন্দোলন সংগ্রামের ডাক আসবে,আমরা ঘরে না থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো পীরগঞ্জ থেকেই এবং দেশ অচল করে দেওয়া হবে বলে মন্তব্য করেন।
সভার সমাপনী বক্তব্যে মাহমুদ উন নবী পলাশ বলেন, দাবী মোদের একটাই বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যবস্থা এ সরকারকেই নিতে হবে।
এসময় আরো উপস্হিত ছিলেন পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছ,সদস্য সচিব আঃ ছালাম,ছাত্র দলের আহ্বায়ক মিলু সরকার, পৌর ও কলেজ শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ।