
আসাদুল ইসলাম সুজন, ঢাকা:
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে,
AP House নিবেদিত, Dhaka University Dance Club সহযোগিতায় আয়োজন করা,
MR. & MISS. Super Model Of The Year 2021.
এর প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন
মিস্টার রফিকুল ইসলাম রনি,
মিস মাহবুবা রহমান লাবণ্য।
অনুষ্ঠান মূল আয়োজক হিসেবে ছিলেন AP House BD Ltd. এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আজিম উল্লাহ্, ম্যানেজিং ডিরেক্টর রাহাতুল হোসাইন আরমান।
৩২১ জন প্রতিযোগিদের মধ্য থেকে সেরা ৩০ জন কে নির্বাচন করা হয় প্রথম রাউন্ডে। পর্যায়ক্রমে দ্বিতীয় রাউন্ডে বিজয়ী ৩০ জন থেকে সেরা ২০ জন কে নিয়ে চার দিনের গ্রুমিং সেশন এর পর, মহা উৎসব এর পর্দা উন্মোচিত হয় ১২/১২/২০২১ইং তারিখ সন্ধ্যা ৫ঃ৪৫ মিনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি’র অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে।
জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, সেরা ২০ জনের আয়োজনে উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়।
একে একে শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন এপি হাউসে কর্তৃপক্ষ, প্রধান অতিথি কে বরণ, প্রধান অতিথির বক্তব্য, শুভেচ্ছা বার্তা হাজির হয় বিশেষ অতিথিরাও।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের গানের সাথে ক্যাটওয়াক নিয়ে প্রথমবার মঞ্চে হাজির হয় সেরা ২০ প্রতিযোগি, একে একে নাচ, প্রশ্ন রাউন্ড গুলো তে পার্ফম করে বিচারক এর মূল্যবান মার্ককের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় সেরা মিস্টার এন্ড মিস কে।
সেরা মিস্টার রফিকুল ইসলাম রনি ও সেরা মিস মাহবুবা রহমান লাবণ্য অনেক আনন্দিত এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে। এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন এপি হাউস বিডি লিমিটেড কে এত সুন্দর আয়োজন এর জন্য। সেরা ২০ কে নিয়ে কাজ করবেন এমন টা প্রতিশ্রুতি দিয়েছেন এপি হাউস কর্তৃপক্ষ এবং সেরা ৩০ জন প্রতিযোগিকে চার মাসের ফ্রী মডেলিং গ্রুমিং ক্লাসের এর সুযোগ করে দিয়েছেন AP house grooming school.
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,
মোঃ কবির হোসেন
এডভোকেট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি)
দুর্নীতি দমন কমিশন (দুদক)
জনাবা. শিরিন গাফফার
কাউন্সিলর ওয়ার্ড নং 14,15,18 এবং 7 (সংরক্ষিত আসন)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
গাজী আপেল মাহমুদ
পরিচালক ও লেখক
দৈনিক আলোচিত কন্ঠ সম্পাদক
আহশরাফ উদ্দিন দোলন
ব্যবসায়ী
শাহেন শা
অভিনেতা
মোঃ ফরহাদুল ইসলাম
সরকার সেবা ধারক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
জাকির হোসেন জমিদার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ড.
সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।
আমাদের মিডিয়া পার্টনার হিসাবে আছে দৈনিক আলোচিত কন্ঠ ও ABC ONLINE TV।
আমাদের আউটফি পার্টার হিসাবে আছেন
AP Product House Bd Ltd.
Noor Jahan Boutiques
Gents Time
Mithu’s Boutiques Collection
আমাদের বিউটি পার্টার হিসাবে আছেন।
Odhora Glammer World Beauty Parlor
kazisstar beauty salon and studio.
জিম পার্টনার
Royal Fitness Studio
ক্রাউন পার্টনার
Elegant girls fashion.
AP Jewellery House BD.
ফুট পার্টনার
ইকরা ক্যাফে বিডি
তুর্ক কাভাচি
একাডেমি পার্টনার
Crafts & Creative Institute
AP House Grooming School BD.
স্টুডিও ও ইভেন্ট পার্টনার
ধ্রুব মডেল এজেন্সি
ShutterUp Studio
AP Event Management & Production House BD