আসাদুল ইসলাম সুজন
বিশেষ প্রতিনিধি :
শুক্রবার দুপুর ৩ টাই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরাই এ দেশ ও জাতীর ভবিষ্যৎ, তাই তোমাদেরকে ভালো ভাবে লেখা পড়া করে বাবা-মা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। মনে রাখবে, তোমরাই আগামীতে এদেশের হাল ধরবে।
তিনি আরও বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা শপথ করি-কোন রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না। এছাড়াও তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
বিদায় অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে কলেজে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ। এসময়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রথম ও দ্বিতীয় বর্ষের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।