
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে মধ্যরাতে দুস্থ অসহায় ও ছিন্নমূল শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। মধ্যরাতে তিনি জেলা শহরের হরিজন পল্লী ও রেলওয়ে স্টেশনে দুই শতাধিক শীতার্তের হাতে কম্বল তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহামুদুল হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, এই কনকনে শীতে কোনো অসহায় মানুষ যেনো শীতে না ভোগে সে কারণেই এই প্রচেষ্টা। আগামীতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।