মজলিশপুরে মোটিভেশনাল পোগ্রাম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীর মজলিশপুর সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে মোটিভেশনাল পোগ্রাম, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৮জানুয়ারী শনিবার বিকালে মজলিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের সচিব ও ফাউন্ডেশনের সভাপতি এম.মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, ঢাকা কলেজের অধ্যক্ষ আই.কে সেলিম উল্লাহ খোন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনিতী বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ গোলাম রাব্বানী, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, যুক্তরাষ্ট্র হিউস্টল কমিউনিটি কলেজের অধ্যাপক ড. এম মুজিবুল হক।
অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর