
মোঃ রাজু আহাম্মেদ রাজ:
কুমিল্লার মুরাদনগরের ৬ নং বাংগরা (পূর্ব) ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০২২ইং শেখ জাকিরকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ এর দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রাজিব।
চিঠিতে উল্লেখ করা হয় যে, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ এর সভাপতির নির্দেশে বাংলাদেশ আওয়ামিলীগ গঠনতন্ত্রের ৪৭ এর (১১) ধারা অনুযায়ী শেখ জাকির হোসেনকে তার সাধারণ সম্পাদক পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ কমিটি না থাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ এর সভাপতির নির্দেশে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, শেখ জাকির হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৬নং বাংগরা পূর্ব ইউনিয়ন এর চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। দলের এমন সিদ্ধান্ত তার নির্বাচনী সমর্থনেও প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।