
মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধিঃ
না ফেরার দেশে চলে গেলেন শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের সফল ইউপি চেয়ারম্যান ও মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সম্মানিত উপদেষ্টা আব্দুল হান্নান।
৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে ঢাকায় আল হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আব্দুল হান্নানের স্বাস্থ্যের অবনতি দেখা যায়। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে জীবিত ফেরানো সম্ভব হয়নি। সাবেক এই চেয়ারম্যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যক্তিগত জীবনে আব্দুর হান্নান ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও সাদামাটা মনের মানুষ।
মরহুমের জানাযা নামাজ ৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় বাজিতখিলা ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে মানবাধিকার সংস্থা ” আমাদের আইন” ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ও শেরপুর জেলার চেয়ারম্যান মোঃ নুর-ই- আলম চঞ্চল,
ময়মনসিংহ বিভাগের সাব- কো অর্ডিনেটর ও শেরপুর জেলার সেক্রেটকরী মোঃ নাজমুল আলম, পৌর শহর শাখার সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহা আলম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, গাজীর খামার ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন মিন্টু সহ ৩নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সকল মানবাধিকার কর্মী গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বাজিতখিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল হাসান খুররম এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।