বরুড়ায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের চার জন আহত।

বরুড়া,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গামারুয়া এলাকায় বটগাছ সংলগ্ন বরুড়া কুমিল্লা সড়কের ব্রীকস ফিল্ডের মাটিতে স্লিপ করে ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে।
জীবন শৈলী সংগঠনের সভাপতি. ও এস কিউ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জনাব খলিল প্রবাসের উদ্দেশ্যে এয়ারপোর্টে যাওয়ার পথে মাইক্রো বাস গাড়িটি রাস্তায় স্লিপ হওয়ায় কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাাথে ধাক্কা দেয়।
এতে জীবন শৈলীর সভাপতি জনাব খলিল তার বাবা এবং ২ ভাই সহ মোট চার জন আহত হয়েছেন।
তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
চিকিৎসা চলমান আছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর