
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ঈদগাহের সিমানা প্রাচীর
ভাংচুরের ঘটনায় মানববন্ধ করেছে এলাকাবাসী। শনিবার সকাল ৯টায় উপজেলা চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মাবনবন্ধন অনুষ্ঠানে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের প্রায় তিনশত মানুষ মাবনবন্ধনে অংশ গ্রহন করে। এসময় তারা বিভিন্ন ধরনের প্লে-কার্ড হাতে নিয়ে মানবন্ধনে অংশ নেয়।
উল্লেখ্য গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভালুকগাছি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ঈদগাহের সিমানা প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উপজেলার ভালুকগাছি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ৪৯৭ দাগের ৮.৫ শতাংশ জমি ইদগাহ নামের দান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার
গোমস্তপুর উপজেলার হাসানুজ্জামান দিংদ্বয় । পরে গত ৯ জুলাই উক্ত স্থানে এলাকাবাসী ঈদগাহ নির্মান করেন। এলাকাবাসী জমিটি ইদগাহ নামের পাওয়া পর ঈদগাহের সিমানা প্রাচীর নির্মণের সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন ঈদগাহের সিমানা প্রাচীর ভাংচুর করে।