
সন্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সিএনজির ধাক্কায় ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার বিকেলে সদর উপজেলা কচুকাটা বড়বাড়ী এলাকায় ঘটনাটি ঘটে । মৃত আবু তালহা বড়বাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায় যে আবু তালহা কচুকাটা-নীলফামারী সড়কের মাইলফলকে আবু তালহা তার বোনের কোলে ছিল। এসময় সিএনজি চালক ইচ্ছাকৃত ভাবে তালহার বোন কে ধাক্কা দেয়। সিএনজির ধাক্কা পাওয়া মাত্র আবু তালহা রাস্তায় ছিটকে পড়ে যায় এবং মাথার মগজ বাহির হয়ে যায়। এমন অবস্থায় তাকে নীলফামারী সদর হাসপাতালের নিয়ে যাওয়ার সময় মৃত্যু বরণ করেন।
উপস্থিত লোকজন আরো বলেন, ড্রাইভারের বাসা নীলফামারী সদরের চান্দের হাট গ্রামে । সে পুলিশ হেফাজতে আছেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সদর থানা এসআই শাহারুল করিব বলেন, চালক ও গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।