
সন্জয় দাস ,নীলফামারী প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমারে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক মহান মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩শে মে) সকালে উপজেলার ডোমার বালিকা বিদ্যা নিকেতনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন—মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক মো. হারুন অর রশীদ, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা, মুক্তিযুদ্ধ জাদুঘর নেটওয়ার্ক শিক্ষক মো. নুরে আলম সিদ্দিকী, দৌলতন নেছা প্রমুখ।