
সন্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:
জটিল রোগে আক্রান্ত নীলফামারী সদর উপজেলার ৪৫জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ২২লাখ ৫০হাজার টাকার চেক দেয়া হয়েছে।
বুধবার দুপুরে(২৫মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক নূর আলম উপস্থিত ছিলেন। সমাজ সেবা কার্যালয় সুত্র জানায়, সামাজিক নিরাপত্তা কর্মসুচীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে সরকারী সহায়তা হিসেবে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘শেখ হাসিনার অবদান, জটিল রোগের অনুদান’ হিসেবে প্রত্যেককে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।