
সন্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে লিখন চন্দ্র রায়(১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের বড়গাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের মন্দির পাড়া এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে খুলনাগামী রকেট মেইল চিলাহাটি থেকে যাচ্ছিলো। ঘটনার সময় রেললাইনে বসে থাকা লিখন ওই ট্রেনে কাটা পড়ে মারা যান।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী জানান,
ছেলেটি ষষ্ঠ শ্রেণীতে পড়তো।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে জিআরপি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক(এসআই) শফিউল ইসলাম জানান, ঘটনার সময় রেললাইনে হাটাহাটি করছিলো সে।
হয়তো দ্রুত অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে থানায়।