চিরনিদ্রায় শায়িত জয়নাল হাজারী

ফেনী প্রতিনিধি:
ফেনীতে আলোচিত রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর দ্বিতীয় জানাজা ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে। মৃত্যুর আগের ওসিয়ত মোতাবেক জানাজা শেষে মুজিব উদ্যানের বকুল তলায় দাফন করা হয় তাকে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার জানাজা হয়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ লাখো মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াস হোসেন। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জয়নাল হাজারীর মরদেহ এসে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজারো মানুষ তাকে এক নজর দেখতে সেখানে ভিড় করেন। বিকেল সাড়ে চারটায় পাইলট হাইস্কুল মাঠ হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর