
রাজু আহাম্মেদ রাজ, নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজ এর এইচ এস সি ২০১৪ ও শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চবিদ্যালয়ের এস এস সি ২০১২ ব্যাচের বন্ধুদের নিয়ে শুরু হয় বন্ধু এক্সপ্রেস ১২-১৪ এর যাত্রা। তারই ধারাবাহিকতায় ২৯ রমজান ১৪৪৩ হিজরি, ১৮ বৈশাখ ১৪২৯, ১লা মে ২০২২ ইং রবিবার কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজ মাঠে সকল বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হয় ইফতার দো’আ মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান। সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে কলেজ মাঠ হয়ে উঠে মুখরিত। প্রায় দীর্ঘ ৮ বছর পর সব বন্ধুরা একত্রিত হতে পেরে সবার মুখে আনন্দের উচ্ছাস দেখা যায়।
অনুষ্ঠানে, উপস্থিত সবাই দোয়া মোনাজাতে অংশ নেন। মোনাজাতে সকল প্রবাসী বন্ধু সহ দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করেন। উল্লেখ্য যে বন্ধু এক্সপ্রেস ১২-১৪ এর অন্যতম সদস্য আনোয়ার ভূইয়ার অকাল মৃত্যুতে সবাই ব্যথিত ও সেই সাথে তার আত্মার মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
উক্ত মিলন মেলার মূল লক্ষ্য ছিলো দেশে থাকা সকল বন্ধুরা একত্রিত হয়ে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়।
আগামী দিনে আবারও জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে সবাইকে নিয়ে এই প্রত্যাশা ছিলো আয়োজন কমিটির। উপস্থিত আমনন্ত্রীত শিক্ষকবৃন্দ অত্র আয়োজনকে স্বাগত জানান। যাদের কল্যানে এই আয়োজন সাফল্যমন্ডিত হয়েছে উপস্থিত শিক্ষার্থীরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।