কিশোরগঞ্জে তিন উপজেলার ইউপিতে আ’লীগ ২০, জাতীয় পার্টি ৪, স্বতন্ত্র ৫ টিতে বিজয়ী।

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলায় ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৯টি ইউপতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আওয়ামী লীগ ২০ টি, জাতীয় পার্টি ৪ টি, ৫ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের সবকটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নৌকা প্রতীক।
করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৬ টিতে, জাতীয় পার্টি ১ টিতে ও স্বতন্ত্র প্রার্থীরা ৪ টিতে বিজয়ী হয়েছেন। তাড়াইল উপজেলায় ৭ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৩ , জাতীয় পার্টি ৩ ও ১ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসারগণ নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর