এক নজরে দেখে নেই নীলফামারীর নীলসাগরের তথ্যঃ

সন্জয় দাস,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা সদর থেকে উত্তর-পশ্চিম ১৪.৫ কিলোমিটার দূরে উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা মৌজার নীলসাগর অবস্থিত।
নীলসাগরের মোট আয়তন ৫৩.৯০ একর মূল দিঘী ৩২.৭০ একর এবং চারদিকে পাড়ের জমি ২১ পরিমান।
নীলসাগরের পূর্বে চওড়া,ভাঙ্গামাল্লী ও পশ্চিমে খানসামা,উত্তরে ধোবাডাঙ্গা এবং দক্ষিণে ভবানীগঞ্জ অবস্থিত।
”বিরাটদিঘী” কালক্রমে ”বিল্টাদিঘী”এবং ”বিন্নাদিঘী”হিসাবে পরিচিত পায়।
১৯৭৯ সালে তৎকালীন মহুকুমা প্রশাসক জনাব আঃ জব্বার এ দীঘিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্কারের পাশাপাশি এর নামকরণ করেন ”নীলসাগর”
নীলফামারীর জেলা সদরের একটি অন্যতম পর্যটন হিসাবে নীলসাগর একটি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর