
প্রতিবেদনঃ মোঃ রুহুল আমিন
জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে জিতলেও বাংলাদেশের বড় দুশ্চিন্তা ছিল ব্যাটিং।ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে ব্যাটিংটা ভালো হলেও মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আবার দুশ্চিন্তা হয়ে এসেছিল সেটা।
পুনরাবৃত্তি হলো সেটিরই তবে আজ বোলিংটাও হয়েছে বাজে। ১৫ রানেই ৩ উইকেট হারানোর চাপটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তিনে নামা সৌম্য সরকার ও পাঁচে আসা আফিফ হোসেন। ৩০ বলে ৩৭ রান করা সৌম্যকে ফিরতে হয় রান-আউট হয়ে।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলিংটাও খুব ভালো হয়নি বাংলাদেশের। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ছিলেন বেশ খরুচে। ৪ ওভার করে বোলিং করে ৪০ রান দিয়েছেন মোস্তাফিজ, শরীফুল খরচ করেছেন ৪১ রান।
খরুচে ছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদও। একটি উইকেট পেলেও তিনি ৩ ওভারে দিয়েছেন ৩৩ রান। দিনে বাংলাদেশের সফলতম বোলার তাসকিন আহমেদ, ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার। উইকেটের দিক দিয়ে দলের সফলতম বোলার তিনিই। তবে অফ স্পিনার শেখ মেহেদী উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৫ রান।
তাসকিন ২/২৬(৪), মেহেদী ০/১৫(৩), নাসুম ১/৩৩(৩), মুস্তাফিজ ০/৪০(৪), শরিফুল ০/৪১(৪), সৌম্য ০/১৩ (২)