আশরাফুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার।

গাছের সঙ্গে পিছমোড়া বাঁধা অবস্থায় আশরাফুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি গৌরীপুর ফাঁড়ির পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আল আমিনের ছেলে। সে স্থানীয় লালপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সংসারের অভাব অনটনের কারণে পড়ালেখার পাশাপাশি সে অটোরিকশা চালাত।
দাউদকান্দির গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দৈয়াপাড়া গ্রামের নোমান সরকারের বাড়ির পুকুর পাড়ে মুখে টেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ দেখে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও খবর