
শামছুদ্দিন খোকন, চরফ্যাসন প্রতিনিধি:
দৈনিক আমার সংবাদ পত্রিকা’র ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার ( ৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় দক্ষিণ আইচা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময় চরফ্যাশন প্রতিনিধি ও ‘বিএমএসএফ’ চরফ্যাসন ১২৪ শাখার সভাপতি এবং দক্ষিণ আইচা প্রেস ক্লাবের বার্তা বিষয়ক সম্পাদক আদিত্য জাহিদ চৌধুরী, উপকূল নিউজ’র চরফ্যাসন সংবাদদাতা ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী মো.হুমায়ুন কবির, দৈনিক সময়ের চিত্র’র নিজস্ব প্রতিবেদক ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এম আর মমিন, দৈনিক আলোর জগত’র চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সদস্য শামছুদ্দিন খোকন, দৈনিক আলোকিত সকাল পত্রিকা’র স্টাফ রিপোর্টার ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সদস্য মো.হাসান লিটন, আজকের বাংলা পত্রিকা’র সহযোগী সম্পাদক জুয়েল দাস সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী (১৩ ফেব্রুয়ারী) দৈনিক আমার সংবাদ পত্রিকা’র ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আলোচনা সভা করণ সহ সকলের একান্ত উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।