
নিজস্ব প্রতিবেদক
সময়ের আলোচিত অভিনয়শিল্পী আফরান নিশো। অভিনয় ক্যারিয়ারে প্রায় দুই দশক পূর্ণ করতে যাচ্ছেন। দীর্ঘ এই সময়ে অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। এখনো ঈদ বা বিশেষ দিবস মানেই আফরান নিশোর নাটক।
নিশোর অভিনয়ে মুগ্ধ অসংখ্য ভক্ত। প্রিয় এই তারকাকে একঝলক দেখতে মানুষে ঢল নেমেছিল। যার একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। মূলত শুক্রবার (১৯ নভেম্বর) কুমিল্লা গিয়েছিলেন নিশো। সেখান থেকেই ধারণ করা হয় ভিডিওটি।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়—মাইক্রোফোন হাতে নিয়ে নিশো জানতে চাচ্ছেন, ‘সবাই কেমন আছেন?’ সমস্বরে উপস্থিত সকলে বলে উঠেন, ‘ভালো।’ এরপর নিশো বলেন, ‘কুমিল্লায় এটাই আমার প্রথম আসা। আপনারা আমার মন জয় করে নিয়েছেন। আমি খুব সম্মানিত বোধ করছি।’ এ কথা শেষ হওয়ার পর সমস্বরে স্লোগান উঠে—‘নিশো ভাই, নিশো ভাই, নিশো ভাই।’হাজার হাজার নিশো বক্ত কে দেখা যাই ।